Holy Crescent School

প্রতিষ্ঠিত - 1999 ইং


  • প্রধান শিক্ষক পরিচিতি
  • Luna Ferdous

    ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফেনীর হলি ক্রিসেন্ট স্কুল ১৯৯৯ খ্রি. প্রতিষ্ঠিত হয়ে সুদীর্ঘ দিনে অগ্রগতির পথে চলেছে যোগ্য ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে। অতীতের স্মরণীয় বহু শিক্ষালয় প্রতিষ্ঠার রূপকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব এ. এইচ. এম এনামুল হকের স্বার্ণালী হাতে এই প্রতিষ্ঠানের হাতে খড়ি।
    ১৯৯৮ ইং এর নভেম্বর মাসে ফেনীর এই বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব এ.এইচ. এম এনামুল হক এর নেতৃত্বে বর্তমান প্রধান শিক্ষক লুনা ফেরদৌস সহ আরো কিছু শিক্ষানুরাগী মিলে হলি ক্রিসেন্ট ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেন। ১৯৯৯ এর জানুয়ারী থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম শরু হয়। পরবর্তীতে ২০০৪ খ্রি. এর নভেম্বরের দিকে পরিচালনা পর্ষদের অদুরদর্শিতার কারণে হলি ক্রিসেন্টের সেই দুঃসময়ে যারা শক্ত নাবিকের মত হাল ধরে এই পর্যন্ত যোগ্য নিদ্যেশনার মাধ্যমে এগিয়ে এনেছেন, যাদের সুপ্ত প্রতিভা উজাড় করে ঢেলে সাজিয়েছেন এই আঙ্গিনা তারা হলেন সর্বজনাব হানিফ ভূঁঞা মহসিন, লুনা ফেরদৌস, শহীদ উল্লাহ, ওমর ফারুক, লিটন চন্দ্র দত্ত, ছাখাওয়াত উল্লাহ, এজহারুল হক হেলাল, নাজনীন সুলতানা প্রমুখ।

    ব্যতিক্রম ধর্মী এই প্রতিষ্ঠানটি শহীদ শহীদল্লাহ কায়সার সড়ক ফেনী ১৬ নং ওয়ার্ডে ৩৩৯নং ভাড়া বাড়িতে ১৯৯৯ থেকে প্রথম ক্যাম্পাস এবং ২০১২ খ্রি. থেকে ফেনী পৌরসাভার ১৫নং ওয়ার্ড মধুপুরে প্রায় ১৫০ শতক নিজস্ব জায়গায় হলি ক্রিসেন্টের ২য় ক্যাম্পাস হিসেবে পরিচালিত হচ্ছে। পর্যায় ক্রমে ২০১৮ খ্রি. এই প্রতিষ্ঠানটি হলি ক্রিসেন্ট স্কুল নামে শিক্ষামন্ত্রণালয় কর্তৃক জুনিয়র স্কুল হিসেবে পাঠদানের স্বীকৃতি লাভ করে এবং ৯ম, ১০ম শ্রেণির পাঠদান স্বীকৃতি প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণ আবাসিক করে ক্যাডেট সিস্টেমে পরিচালনা করার স্বপ্ন এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের।

    হলি ক্রিসেন্ট স্কুলের গৌরবময় অবস্থানকে সুদৃঢ় ও সমৃদ্ধ করার জন্য রয়েছে এক ঝাঁক উদিমান শিক্ষক তাদের নিরলস ও সম্মিলিত প্রচেষ্টার ফলে শুধু ফেনীতে নয় সারা বাংলাদেশে যথার্থ শিক্ষার স্মারক হবে এই প্রতিষ্ঠান।

  • Developed by  SKILL BASED IT - SBIT