Holy Crescent School

প্রতিষ্ঠিত - 1999 ইং


  • সহকারি প্রধান শিক্ষকের বাণী
  • Md. Sakhawat Ullah

    বর্তমানে এখানে বিদ্যালয় ও কলেজ শাখায় মিলে ১০৪০ জন ছাত্র ছাত্রী অধ্যয়নরত রয়েছে। ১ জন অধ্যক্ষ, ১ জন সহকারি প্রধান শিক্ষক, ২ জন সহকারী অধ্যাপক ও ০৮ জন প্রভাষক ,১২ জন সহকারি শিক্ষক , ৫ জন খন্ডকালিন শিক্ষক কর্মরত রয়েছেন। 

     তবে বিদ্যালয়ের সুযোগ্য অধ্যক্ষ এর তত্ত্বাবধানে সম্মানিত শিক্ষকমণ্ডলী নিয়মিত শ্রেণি কার্যক্রমের বাইরে বিদ্যালয়ে অতিরিক্ত ১ ঘণ্টা কর্মরত থাকেন যা তাদের পাঠদান কার্যক্রমকে আরও সুনিবিড়ভাবে সম্পাদন করতে সাহায্য করে।

    প্রতিষ্ঠানের ৪টি একাডেমিক ভবনে রয়েছে ২২টি প্রশস্ত শ্রেণিকক্ষ ৩টি হল রুম রয়েছে। প্রতিষ্ঠানের সম্মুখভাগে অবস্থিত সুবিশাল খেলার মাঠটি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধূলা, প্রাত্যহিক এসেম্বলি, সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম অনুশীলন সহ নানা সমাজসেবা মূলক কাজে ব্যবহৃত হয়।

    প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়ের রয়েছে গৌরবোজ্জ্বল ফলাফলের এক সোনালী অতীত। বিভিন্ন সময়ে প্রশিক্ষণ ও সনদ প্রাপ্ত প্রধান অধ্যক্ষ সহ উচ্চ শিক্ষিত ও নিবেদিত শিক্ষকমণ্ডলী আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে প্রত্যয়দীপ্ত হয়ে পাঠদান করেছেন যা কালের পরিক্রমায় আজও গতিশীল।

     আধুনিককালে শিক্ষকগণ ডিজিটাল কন্টেন্টে ক্লাস প্রেজেন্টেশন করে শিক্ষার্থীদেরকে পাঠে অধিকতর মনযোগী করতে সক্ষম হয়েছেন। এখানে বি, এন, সি, সি; রেড ক্রিসেন্ট, স্কাউট, ও গার্লস গাইড এর কার্যক্রম সফল ভাবে চালু রয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ পালন, শিক্ষা সফর সহ সকল সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে শিক্ষার্থীরা সতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে তাদের মানসিক ও শারীরিক বিকাশের প্রয়াস পাচ্ছে।

    অনিবার্য বাস্তবতার বহুবিধ রূঢ়তার মুখোমুখি হয়ে খানিকটা জৌলুস হারিয়ে ফেললেও ইতোমধ্যেই সে হৃত গৌরব পুনরুদ্ধারে নানাবিধ কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেছে এবং অনেকখানি সফলতাপ্রাপ্তও হয়েছে। যার অংশ হিসেবে বিগত বছর গুলোতে জে এস সি, এস,এস,সি,এইচ এস সি পরীক্ষায় উল্লেখযোগ্য এ প্লাস সহ শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। তাছাড়া, অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি সহ বেশ কিছু কার্যক্রম প্রকৃয়াধীন রয়েছে।

  • Developed by  SKILL BASED IT - SBIT